দুই সপ্তাহ পর খুলল চক্ষুবিজ্ঞান হাসপাতালের বহির্বিভাগ

রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে রোগীদের ভিড়

রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে রোগীদের ভিড়

দুই সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসাসেবা চালু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় হাসপাতালের বহির্বিভাগ থেকে রোগীদের টিকিট দেওয়া শুরু হয়।

সকাল সাড়ে ৯টার দিকে বহির্বিভাগ থেকে চিকিৎসাসেবা নেওয়ার জন্য কয়েক শ রোগীকে অপেক্ষা করতে দেখা যায়।

গত ২৮ মে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সঙ্গে হাসপাতালের চিকিৎসক-নার্স-কর্মকর্তা-কর্মচারীদের সংঘর্ষ-মারামারির ঘটনা ঘটে। এর জেরে দেশের সবচেয়ে বড় বিশেষায়িত চক্ষু হাসপাতালটিতে সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়। ভর্তি রোগীরা হাসপাতাল ছেড়ে চলে যান।

৪ জুন হাসপাতালটির জরুরি বিভাগে সীমিত পরিসরে চিকিৎসাসেবা (জরুরি সেবা) চালু হয়। গতকাল বুধবার জরুরি বিভাগ থেকে অন্তত ৮০ জনকে চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া গতকাল ৫ রোগীর অস্ত্রোপচার হয় বলে জানান জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক-নার্সরা। তাঁরা বলেন, এখন জরুরি বিভাগের অধীন অন্তত ৩০ রোগী হাসপাতালে ভর্তি আছেন।

হাসপাতালে চিকিৎসক-নার্সরা বলেন, আজ সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বহির্বিভাগে চিকিৎসাসেবা দেওয়া হবে।

মানিকগঞ্জ থেকে মায়ের চোখের চিকিৎসা করাতে হাসপাতালে এসেছেন মাইদুল ইসলাম। তিনি জানান, তাঁর মায়ের চিকিৎসার জন্য তাঁরা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলেন। সাম্প্রতিক সংঘর্ষের জেরে হাসপাতালে চিকিৎসাসেবা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার কথা তিনি জানতেন। কয়েক দিন আগে থেকে জরুরি সেবা দেওয়া শুরুর তথ্য জানতে পেরে আজ তিনি তাঁর মাকে নিয়ে হাসপাতালে আসেন। এসে দেখতে পান, বহির্বিভাগ খুলেছে। এতে তিনি খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *