
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথম ইনিংসেই রেকর্ড গড়লেন কাগিসো রাবাদা।
দক্ষিণ আফ্রিকার এই তারকা পেসার অস্ট্রেলিয়াকে একাই গুঁড়িয়ে দিয়েছেন। তার গতির শিকার হয়ে ২১২ রানেই অলআউট টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নরা।
বুধবার ইংল্যান্ডের লর্ডসে শিরোপার লড়াইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কাগিসো রাবাদা ও মার্কু জেনসেনের গতির মুখে পড়ে প্রথম দিনের তিন সেশনও ব্যাট করতে পারেনি অস্ট্রেলিয়া। ৫৬.৪ ওভারে মাত্র ২১২ রানেই অলআউট হয়ে যায় অসিরা।
দলের হয়ে ব্যু ওয়েবস্টার সর্বোচ্চ ৭২ রান করেন। ৬৬ রান করেন সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। দক্ষিণ আফ্রিকার হয়ে ৫১ রানে ৫ উইকেট শিকার করেন কাগিসো রাবাদা। ৩ উইকেট নেন মার্কু জেনসেন।
লর্ডসে ৫ উইকেট শিকারের মধ্য দিয়ে রাবাদা কিংবদন্তি অ্যালান ডোনাল্ডকে ছাড়িয়ে দক্ষিণ আফ্রিকার চতুর্থ সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারীতে পরিণত হন। ৭১ টেস্টের ১২৯ ইনিংসে বল করে রাবাদা সংগ্রহ করেছেন ৩৩২টি উইকেট। ডোনাল্ড তার বর্ণোজ্জ্বল ক্যারিয়ারে ৭২ টেস্টের ১২৯ ইনিংসে বল করে ৩৩০টি উইকেট সংগ্রহ করেছেন।
টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে রাবাদার থেকে বেশি উইকেট নিয়েছেন কেবল তিনজন। প্রোটিয়া বোলার হিসেবে টেস্টে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে ডেল স্টেইনের। তিনি ৯৩ টেস্টের ১৭১ ইনিংসে বল করে ৪৩৯ উইকেট সংগ্রহ করেছেন।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন শন পোলক। তিনি ১০৮ টেস্টের ২০২ ইনিংসে বল করে ৪২১ উইকেট সংগ্রহ করেছেন। তৃতীয় স্থানে রয়েছেন মাখায়া এনটিনি। তিনি ১০১ টেস্টের ১৯০ ইনিংসে বল করে সংগ্রহ করেছেন ৩৯০ উইকেট।
এনটিনিকে টপকে তালিকার প্রথম তিনে ঢুকতে হলে এখনও অনেকটা পথ হাঁটতে হবে রাবাদাকে। তবে ইতিমধ্যেই টেস্ট ক্রিকেটে যে রকম প্রভাব রেখেছেন কাগিসো, তাতে দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।